মূলতো আমি এক ফুলকে ভালোবাসি
যে ফুল বাগানের ফুল না, বুনোফুল;
যে ফুল ফোটে রোজ গহীন জঙ্গলে
এবং সৌরভে মাতায় চারপাশ।
বাতাস গান ধরে পাতায় পাপড়িতে
এবং ঝর্ণার শীতল স্রোত তাকে
শোনায় প্রতিদিন প্রেমের সংলাপ;
আর সে ফুল শুধু ছড়ায় সৌরভ।
মূলতো আমি এক ফুলকে ভালোবাসি
সে ফুল ফোটে রোজ গহীন জঙ্গলে।