যদি কোনোদিন কোনো ভুল সময়ে
ফিরে এসে বলো তুমি ভালোবেসেছিলে
বুঝেছো যখন আমি আর নেই
আমি আর নেই…
আমার করার কি থাকবে বলো
আমাকে ভুলেই ভালো থেকো।
সময় তো কোনোদিন ধরে রাখা যায়না
রাত্রি ধুসর হয়, নিরবে ফুরিয়ে যায় জোনাকির বায়না
ফিরে তো আসেনা রাত
জোছনা হাতে তাকে যতই ডাকো।।
আমার জানালা আমি খুলে রেখে যাবো
পর্দা তুলে তুমি দেখে নিও
যদি পাও কবিতার একটি চরনও
হৃদয়ের ডায়েরিতে লেখে নিও
আর যদি মনে হয় দেরি হয়ে গেছে
আমাকে ভুলেই ভালো থেকো।