কবিছাড়া তুমি পূর্ণ নও, নারী
কবিও অপূর্ণ তুমিছাড়া।
মৃত্তিকা পূর্ণতা পায় না গাছের শেকড়ছাড়া
আকাশ অপূর্ণ মেঘ, নক্ষত্র, চাঁদের আলোছাড়া
নদীর জীবন ব্যর্থ ছলাৎ ছলাৎ ঢেউছাড়া
কবির জগৎ ধু ধু মরুভূমি তুমিহারা।
অরণ্য অপূর্ণ থেকে যায় প্রাণিহীন
আলোছাড়া সূর্য আধাঁরে বিলীন
পাখিছাড়া গাছপালা শূন্যতার সারি
কবিছাড়া তুমি অর্ধনারী।
নারী, এসো, পরস্পর হই পূর্ণ
তাবৎ অহং করে ফেলি চূর্ণ।
মন্তব্য করুন