এই রাত আর এই তারকার ছায়াবৃ্ত্তে
আমি জোনাকির প্রেম ভিখারি
তুমি জোছনার নীল জামা গায় চরো মহাকাশ
আহা শিকারী!
তুমি ঢেউ ঢেউ তুলো মেঘেদের মানচিত্রে
গাড়ো পতাকার প্রিয় অধিকার;
আমি খালি পায় হাঁটি রিক্তের নিয়ে করুণা।
তুমি কুয়াশার মতো নামো এই ছোটো পাড়াগাঁয়
আমি ঘাসফুল হয়ে মাখি সেই প্রিয় অনুদান
তবু আমিহীন তুমি একা নও পারো বলতে?