ভাঙছে পাথর… পাথর কুচি
ভাঙছে সময় সভ্য রুচি…
ভাঙছে হৃদয় এবং জীবন
চলছে ভাঙার কর্মসূচি।
নষ্ট কলম নষ্ট মগজ
নষ্ট চেয়ার নষ্ট ফাইল
খুজছে কেবল নষ্ট আঙুর
নষ্ট ঠোঁটের নষ্ট রুচি।
ভাঙছে এ পথ ভাঙছে পথিক
ভাঙছে নদী এবং মাঝি
নষ্ট স্রোতে যাচ্ছে ভেসে
আশার সকল বৃক্ষরাজি।
জাগো জাগো হে কারিগর
জাগো মনে ও মননে
গড়তে শেখাও নতুন করে
শান্তি সুখে নতুন পৃথিবী।