ফুলের পাপড়ি ছড়িয়ে নয়
লাল গালিচা বিছিয়ে নয়
তোমার জন্য হৃদয় আমার হোক কুরবান হে রাসুল
আরব বাগের হে বুলবুল…
তোমার বলা তোমার চলা
তোমার ঘৃণা ভালোবাসা
দেখায় রাহা, পাই খুঁজে কূল।
তোমার ছোঁয়া পেয়েছে যারা
ঐ মোহময় চাঁদ সেতারা
হয়নি তাদের সমতুল।
তোমার প্রেমে তাই মজে আজ
পড়ছি দরুদ-এ কালাম
সল্লালহু আলাইহি ওয়া সাল্লাম…