পাখিটা গান জানেনা
না জানে মেলতে ডানা
তবু কি গভীর পাখির
ইশারা! হই যে ফানা…
পাখিটা সুকৌশলে লুকোয় গভীর অন্তরালে
আর তার পালোক ছোয়া ছড়ায় সকল ডালে ডালে
পাকিটা গান জানেনা, জানে মধুর টালবাহানা।।
আহা কি গভীর পাখির ইশারা! হই যে ফানা…
পাখিটা দেখবে আকাশ আমার চোখে জিদ করে তাই
আমি তার আকাশটাকে কেমন সাজাই কোন জোছনায়?
ভেবে সেই পাখির প্রেমে ক্রমাগত হই দিওয়ানা।।
আহা কি গভীর পাখির ইশারা! হই যে ফানা…
এখানে আপনার মন্তব্য রেখে যান