তোমার হাতের তালুই আমার স্পর্শগুলো কেমন আছে
কেমন আছে চোখের তারায় রেশম কোমল স্বপ্নগুলো
লিপিস্টিকের অত্যাচারে যায় কি মুছে সেসব স্মৃতি
এবং সেসব জীবন বোধের নামতাগুলো তোমার আমার-
তোমার কোলে আমার কিছু খুইয়ে যাওয়া কাব্য ছিলো
এখন তারা কেমন আছে? অন্তমিলের অভাব কেমন;
আমার মতোন ছন্নছাড়া হয়নি ওরা আশা রাখি
জানতে বড়ো ইচ্ছে জাগে এখন তাদের স্বভাব কেমন।
অভিযোগের যে কয়টা তীর লক্ষ্যভেদে পটু ছিলো
সবকটাকে পুষছি আমি ভীষণ রকম যত্ন কোরে,
এখন তুমি খুব সহজেই বলতে পারো এ হাত ধরে-
তোমার সাথে হাঁটতে পারি, জীবন নদীর সকল তীরে।