কি কথা কও গো প্রিয়
চোখে চোখ রেখে
হৃদয়ের রাস্তাটা
চলে যায় বেঁকে
তোমার ইশারা বরাবর…
কি কথা কয়েছো তুমি
এলোমেলো বাতাসের কানে
দেওলিয়া মন নিয়ে ছুটেছে তো ছুটেছে
কি এমন মধু আহ্বানে…
কি তুমি বলেছো তাকে ডেকে…
একাদশী চাঁদ কেনো
এমন উতলা আজ
জোছনার আভরণে
সেজেছে বধুর সাজ
কি এমন সুর তুমি সেধেছো গো প্রিয়
হৃদয়ের রাস্তাটা চলে গেছে বেঁকে
সে গান সাহারা বরাবর…