বিমূর্ত সুখে তার মজেছে আঁধার
আলো ঘিরে আছে চারপাশ
হৃদয়ের জানালাটা খোলা আছে দক্ষিণে
উত্তরে বেয়াড়া বাতাস।।
হাতে তার বকুলের
শুকনো মালাটা ঝুলে
চোখে মেঘ বরষার
মাধুরী, জানালা খুলে
দেখছে আকাশ; সে যে পড়ছে আকাশ।।
পথ তার অজানার
ঘর তাকে বাঁধে না;
ফেলে আসা কষ্ট সে
সুর করে সাধে না।
খেয়ালে সে বেখেয়ালি প্রেমের বিলাস।।
সুখ তার কবেকার
হৃদয়ে বাধানো ছবি
লোকে বলে না হয়ে সে
পারে না প্রেমের কবি।
খেত ভরা দুঃখের করেছে নিপূণ চাষ
বিমূর্ত সুখে তার ঘিরে থাকে চারপাশ।।