যে আঁধার লুকিয়ে বেড়ায় দিনের আলোয়
তার কপালে রাত এনে দেয় বিষণ্নতা
যে জলের অন্তরালে রুক্ষতারা ভেজায় শরীর
সে কবে বুঝতে পারে নিজের মায়া।
আয়না কবে মুখ দেখেছে নিজের বুকে
বাতাস কবে নিজের সুখে মেললো ডানা
দিগন্তে যে চিল উড়েছে তার চোখে কি
মূল্য রাখে কাটাতারের ছেদ সীমানা?
আগুন পোড়ে আগুন পোড়ায় আগুন বাঁচে
ঠান্ডা জলে ভিজতে কি তার সুখের মরণ;
নিজকে তুমি পর ভেবেছো নিজের মতো,
ঝর্ণা কি আর পাহাড়পুরের রক্তক্ষরণ?