খুঁজিনি কারণ
কেনো মগডালে মন
আহা উল্টা ঝুলেছিলো
দূরে একা চাঁদ
মেনে সব অপবাদ
কেনো দরজা খুলেছিলো
না না না খুজিনি কারণ
কেনো মগডালে মন
আহা উল্টা ঝুলেছিলো…
উম্মাদ উম্মাদ হেঁটে যায় রাস্তায়
পিঠে তার ঝুলিতে ছেড়া পাতা কবিতার
ল্যাম্পপোস্ট বরাবর ছায়াহীন একা সে
খুঁজেছে অকারণ খর্বিত ছবি তার।।
সে কি খুঁজে পেয়েছিলো?
না না না পায়নি কারণ
ছিলো মগডালে মন
আহা উল্টা ঝুলেছিলো…
উম্মাদ উম্মাদ চিৎকার করে যায়-
এ আঁধার শাদা বক ওৎ পেতে থাকে রোজ
দেয়ালের আড়ালে নিলামে ওঠে ডাক
পুটিমাছ চেতনার; জমে ওঠে প্রীতিভোজ।।
শুনেছো কি চিৎকার কেউ
না না না শোনোনি কারণ
ছিলো মগডালে মন
আহা উল্টা ঝুলেছিলো…
মন্তব্য করুন