সরকার হৃদয়ের দরজা খোলেনা
খোলেনা দরজা হৃদয়ের সরকার
সরকার খোলেনা হদয়ের দরজা
হৃদয়ের সরকার
আসে মাতাল হাওয়া
দুলে ওঠে পর্দা
পর্দা দুলে ওঠে
মাতাল হাওয়ার তোড়ে
সরকার মজে থাকে
দরজা বন্ধ কোরে…
খোলে না খোলে না
কিছুতে সে দরজা
হৃদয়ের সরকার…
জানালায় চাঁদ আসে
প্রেমের পেয়ালা হাতে
চোখে নিয়ে কাজলের
হৃদয় বাকানো রেখা
ঠোটে তার জমে থাকে
কবিতা তারার…
তবু, ভোলে না ভোলে না
কিছুতেই খোলে না
হৃদয়ের দরজা খোলে না সরকার…