ছায়াতনু মায়াছলে টলমল টলমল
কায়ামোহ ঘেরাটোপে হারায়েছে সম্বল
সম্বল হারায়ে সে পূর্ণিমা চাঁদ ছোঁয়
চারিদিকে জোছনার মায়ামোহ থৈ থৈ।।
কে খোঁজে রে পোড়ামুখী
পায়রার পাখাতে
বন্দিনী বিরহের পায়ের নুপুর…
কে ভোলে এ রাত দেখে
জীবনের সবকটি সোনালী দুপুর।।
তৃষ্ণাকাতর তারে জল দাও দাও জল…
আমির ফকির কে যে
কি সুখে বরষা ভেজে
তাতে বরষার কিছু আসে যায় না
সূর্য্য দেয়না রোদ করে বায়না।।
তবু কেনো ছলনারা
ও চোখের ভাষা পায়
ও নদীর বাক ভাসে
অভিজাত জোছনায়!
ভেবে ভেবে আমি শেষে
এ আঁধারে মজে রই…
*ছায়াতনু = মন বা আত্মা
*কায়ামোহ ঘেরাটোপে = জৈবিক কামনায় ঘেরা টোপে
মন্তব্য করুন