লাগে অন্যরকম এ শহর
আছে তেমনই তো রঙিন দেয়াল
লাগে অন্যরকম চারপাশ
জানি বদলে যাচ্ছি আজকাল…
প্রশ্নের ভীড় ঠেলে কেউ
যেনো সমাধান খুঁজছে টোকাই
পাখি হাল ছেড়ে বসে থাকে একা
আমি উড়বো কি বেয়াড়া হাওয়ায়
লাগে অন্যরকম এ শহর
আমি ছিড়তে পারিনা এই জাল।
সুখ সুখ মুখ ও মুখোশ
মিলেমিশে সব একাকার
প্রেম ও প্রণয় রসায়ন
নতুন জানালা খোলে তার
জানালায় চোখ রাখে চাঁদ
আর জোছনায় ভেজে অবসাদ-
আমি ঘুড়ি হাতে বসে আছি আর
শুধু ভাবছি আকাশ-পাতাল।