অল্প কিছু গল্প নিয়ে
জোনাকিটা জ্বলেছিলো সারারাত
ঝাওবন মেতেছিলো চাঁদের আলোয়
বাতাসেরা গেয়েছিলো কিছু গান
আর ছিলো ব্যথাতুর নীলাভ প্রেমের
ফেলে আসা কতগুলো পিছুটান।।
পিছুটান ছিলো তার মেহেদী হাতের
বিচলিত মেঘ টানা কাজল চোখের
বেখেয়ালে সরে যাওয়া কপালের টিপ
পিছুটান ছিলো তার কল্পলোকের।।
তবু সব পিছুটান ভুলে চলে যেতে হয়
আর তাকে বলা হয় প্রস্থান…
কিছু কিছু মেঘ থাকে বর্ষা বিহীন
কিছু কিছু তারকা জ্বালে না আলো
কিছু কিছু হৃদয়ের সূর্য্য সকাল
হয়না মনের মতো উজ্জ্বল
তবু সব জানালা খুলে দিতে হয়
মেনে নিতে হয় একা প্রস্থান…