মন মজেছে শিশির নীরে / সাইফ আলি

মন মজেছে শিশির নীরে
তাই ভীরু পায়ে
এলো তিমিরে ফেরারী হয়েছে বাসনা,
প্রেমের পত্র হাতে ওগো হাওয়া
এ বনে কেনো আসোনা…

চাটুকার এ আঁধার
স্বপ্নীল সওয়ারি হয়ে
ছুঁয়ে দেয় চাঁদ
জোছনা আনে নামিয়ে
তবু বনে মর্মর ব্যথাদের
ব্যাঞ্জনা…
প্রেমের পত্র হাতে ওগো হাওয়া
এ বনে কেনো আসোনা…

এলোমেলো ডাল
নীল আকাশের বুকে
আল্পনা এঁকেছে দেখো
জোনাকির প্রেম
দু’হাত ভরে
সারাগায় মেখেছে দেখো
তবু এই বন… প্রেমহীন তোমাকে ছাড়া…
প্রেমের পত্র হাতে ওগো হাওয়া
আসোনা কেনো আসোনা…

এখানে আপনার মন্তব্য রেখে যান