হাতের বাধনগুলোতে শর্ত আরোপ করতে পারো
মনের বাধনগুলোতে নয়
যদি ভয় পাও
সংশয় থাকে
সরে দাঁড়াও-
পাখিদের চোখের একটা ভাষা থাকে
তোমরা তাকে পড়তে শেখোনি
পাখিদের ডানার একটা ভাষা থাকে
যা তোমাদের আয়ত্বের বাইরে
নিজেদের শেয়ালের মতো চতুর ভেবে খুশি থাকা তোমাদের মানায়
আমাদের চোখে কেবল রাতের অন্ধকারে গা ঢাকা দেওয়া
ঐ ভিতু প্রাণিটি ছাড়া আর কিছুই হতে পারবে না কখনো
দিনের আলোতে তোমাদের চতুরতা ধ্বসে পড়বে নিমেষেই।
মরিচিকা নয়
আমাদের অভ্রান্ত চোখ
জমজমের পবিত্র পানিতে ধোয়া;
পথ হারানোর প্রশ্নই আসেনা কখনো।
ডাকটিকিট, অক্টোবর-ডিসেম্বর ২০২১
মন্তব্য করুন