কবুতর, ডানা ঝাপটে এসে বসলে আমার কাব্য দেয়ালে
কবুতর, তুমি ঠোঁটে করে আনলে কি বীষ মনের খেয়ালে
আমি নীল নীল কাব্যে আমার বিকেল পুড়ালাম
আর মনের শাদা আকাশ জুড়ে তোমায় উড়ালাম
তুলো তুলো মেঘগুলো সব ভেজা ভেজা মন
তোমার চোখের অন্দরে তার জলজ আভরণ
তুমি হাসলে কিছু ফুল হয়ে তা ঝরলো উঠোনময়
আমি সে ফুল কুড়ালাম…
এলোমেলো বাতাস আসে এলোমেলো যায়
পাল্লাবিহীন জানলা আমার, আমি নিরুপায়
তুমি ঝাপটে ডানা বসলে যখন জাগলো শিহরণ
আমি হৃদয়টাকে শক্ত করে চাদর মুড়ালাম।
মন্তব্য করুন