একটা সকাল অন্যরকম হতেই হবে
শিউলি ফুলের শফেদ কিছু স্বপ্ন বুকের বা’পাশটাতে
এবং হাতে রোদের তোড়া;
একটা সকাল টং দোকানের বেঞ্চে বসে কাক গণনার
এবং নানান অসঙ্গতির বাইরে এসে হতেই হবে অন্যরকম
যেমন ধরুন রশুন খেতের মধ্য দিয়ে শিশির পায়ে
কিংবা নদীর সঙ্গ নিয়ে হাঁটতে থাকার-
একটা সকাল বেলকনিতে রকিং চেয়ার শূন্য রেখে
পাহাড় ছুঁয়ে উড়তে থাকা মেঘের সাথে
কিংবা পাখির ডানায় ডানায়-