আমিযে প্রেমিক হবো, কথা কবো ভিন্ন কোনো সুরে
পোড়া চাঁদ, কখনও সে সুযোগই দিলে না
যা ছিলো মনের খাতে সবটুকু আজলায় পুরে
তোমাকে দিলাম; তুমি কিছুই নিলে না।
আমিযে প্রেমিক হবো, কথা কবো ভিন্ন কোনো সুরে
পোড়া চাঁদ, কখনও সে সুযোগই দিলে না
যা ছিলো মনের খাতে সবটুকু আজলায় পুরে
তোমাকে দিলাম; তুমি কিছুই নিলে না।