যে আলো চোখের তারায় মাখাও প্রিয় অশ্রু দিয়ে
সে আলোর ঝলকানিতে অন্ধ হলাম ঝলমলিয়ে
কবিতার শব্দগুলো তোমার মতোই উদাস ছিলো
আমি তার বুকের উপর মাথা রেখে যায় ঘুমিয়ে।
তুমি কি বিরান পথের শরীর হলে চাঁদনী রাতে
তোমাতে ঝরলো আলো নীল কবিতার ছন্দ হাতে
আমি সেই ছন্দ নিয়ে বুক পকেটে বুকের কাছে
খুঁজেছি শূন্য ছাড়া তোমার কাছে আর কি আছে।