নখর বিহীন ঈগল
তোর শিকার মানি না
তোর ঠোঁটের মায়ায় বিঁধে
আমি মরতে জানি না…
তোর পাখনা থাকে থাকনা
তাতে ডরতে জানি না।।
তোর ঠোঁটের মায়ায় ধার নেই
নখরের কারবার নেই
কেবলি ডানা ঝাপটে নিজেকে
উড়াবার দরকার নেই।।
সে কি খামাখাই হয়রানি না?
তুই ছিলি আকাশের রাজ না?
আজ মিথ্যে ওসব বাজনা
নখর বিহীন ঈগলরে তোর
বন্ধ সকল খাজনা।।
তোর রাজকাজ আর মানি না।