তোর আওলা চুলের চঞ্চলতায় ঝরুক রোদ
আর বুকের ভিতর বকুল ফুলের ঘ্রাণ জমুক
আমি পাখির মতোন ডানায় লুকোয় দুঃখ সব
আর রাতের গভীর অন্ধসুখে পথ হারাই।।
তোর আওলা চুলের চঞ্চলতায় ঝরুক রোদ
আর বুকের ভিতর বকুল ফুলের ঘ্রাণ জমুক
আমি পাখির মতোন ডানায় লুকোয় দুঃখ সব
আর রাতের গভীর অন্ধসুখে পথ হারাই।।