এবং তোমার দুঃখগুলো ধুইয়ে দিতেই হাত ধরেছি
হাত ধরেছি অন্ধকারে;
হঠাৎ আলোর ঝলকানিতে
অন্ধ হলাম অন্ধ এমন
দুচোখ বুজে খুব সহজেই পেলাম তোমার হৃদয় হাতে
হাতের মুঠোয় তোমার দু’হাত
চোখের গভীর শীতল স্রোতে
ভাসিয়ে দিলাম আমার ভেলা
এবং তুমি সঙ্গে ছিলে!
এবং তোমার দুঃখগুলো ধুইয়ে দিতেই হাত ধরেছি
হাত ধরেছি অন্ধকারে;
হঠাৎ আলোর ঝলকানিতে
অন্ধ হলাম অন্ধ এমন
দুচোখ বুজে খুব সহজেই পেলাম তোমার হৃদয় হাতে
হাতের মুঠোয় তোমার দু’হাত
চোখের গভীর শীতল স্রোতে
ভাসিয়ে দিলাম আমার ভেলা
এবং তুমি সঙ্গে ছিলে!