তারপর আমাদের ফেরার কোনো পথই খোলা থাকবে না
আমরা আমাদের লোভের সাম্রাজ্যে প্রবেশ করছি
আমরা তো জানতামনা এমন নয়
আমরা তো বিবেককে নির্দয়ভাবে অস্বীকার করেছি!
সূর্য উঠলেই অন্ধরা চোখে দেখবে না
বাতাস শব্দকে বহন করলেই শুনবে না বধির-
হৃদয়ের প্রতিটি শব্দকে অস্বীকার করে আমরা আজ
মস্তিষ্কের দাসত্ব মেনে নিয়েছি!
এক টুকরো চকচকে সভ্যতার ডিমে তা দেওয়া হচ্ছে
আমরা অপেক্ষায় আছি-
অচিরেই বিকট শব্দে ডিম ফেটে বের হবে
আমাদের জাগতিক পাপের ফসল!