তোমার অনুপ্রবেশ ঠেকাতে সূর্যকে পাহারাদার বানালাম
রাত তোমাকে আশ্রয় দেবে ভেবে অন্ধকারের সাথে শান্তিচুক্তি স্বাক্ষরিত হলো
বাতাস তোমার শব্দ বহন করবে না
নদীর জল তোমার দানব জাহাজকে ভাসিয়ে আনবে না আমাদের সবুজ গ্রামে
অথচ কি নিষ্ঠুর তুমি
আমাকেই তোমার দূত বানিয়ে নিলে
তারপর একের পর এক নিজ হাতে জ্বালিয়ে দিলাম আমার সব শস্যখেত…
দেখো, আমার চোখে কোনো অনুসোচনা নেই
আমার মুখে ক্রুর হাসির রেখা
আমার হাতে রক্তের দাগ।
আমি গ্রহন করবো না আমাকে
আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না আমার অস্তিত্বকে
এই স্বপ্নের আবাসনে।