গতরে গতর পাও
এর নাম ভালোবাসা ভাবো
আমি বলি আংশিক সত্য তা বটে
পুরোপুরি প্রেম শুধু হৃদয়েই ঘটে।
হৃদয়ে তালাশ দাও
সেখানে কে আসন পেতেছে
দু’দেশে দু’জন তবু
কি দারুণ প্রণয়ে মেতেছে!
গতরে গতর পাও
এর নাম ভালোবাসা ভাবো
আমি বলি আংশিক সত্য তা বটে
পুরোপুরি প্রেম শুধু হৃদয়েই ঘটে।
হৃদয়ে তালাশ দাও
সেখানে কে আসন পেতেছে
দু’দেশে দু’জন তবু
কি দারুণ প্রণয়ে মেতেছে!
মন্তব্য করুন