:স্বাধীনতা কাকে বলে? কিসের মতো, লম্বা নাকি গোল?
:স্বাধীনতা কোরমা, পোলাও, ইলিশ মাছের ঝোল!
:পেটুক তুমি, তোমার কাছে খাওয়াই স্বাধীনতা…
:পাখির মতো কণ্ঠ ছেড়ে গাওয়াও স্বাধীনতা!
:নীল আকাশে ওড়া…
:আমরা কি আর পাখি?
:হলাম না হয়, মনের ডানা মেলে…
:সূয্যি মামার সঙ্গী হলাম মেঘের তুলো ঠেলে।
:এই যে দেখো স্বাধীনভাবে ভাবতে পারাও স্বাধীনতা…
:সবার মাঝে হাসিমুখে বলতে পারা মনের কথা!