কে ছিলো হাতের মুঠোয়
অন্য হাতে জাদুর কাঠি
চোখে কে কাব্য ছিলো
ঠোঁটের আফিম কার ছিলো তা
কে ছিলো সরল সুখে এবং সরল বিষণ্নতায়।
কে ছিলো হৃদয় গলে হুড়মুড়িয়ে ক্লান্ত সময়
পায়রার ঢং নিয়ে কে ঘাঁড় বাঁকিয়ে, কি নাম যে তার!!?
কে ছিলো হাতের মুঠোয়
অন্য হাতে জাদুর কাঠি
চোখে কে কাব্য ছিলো
ঠোঁটের আফিম কার ছিলো তা
কে ছিলো সরল সুখে এবং সরল বিষণ্নতায়।
কে ছিলো হৃদয় গলে হুড়মুড়িয়ে ক্লান্ত সময়
পায়রার ঢং নিয়ে কে ঘাঁড় বাঁকিয়ে, কি নাম যে তার!!?