আহা মেঘ! কতোদিন পর তুমি এলে
আমাদের বিস্তৃত তৃষ্ণার ভুঁই
চৌচির ফেটে
নদীর পকেটে নেই মাছের বিস্তার
পদ্মার তিস্তার পেটে
বালির সংসার; চলছে ড্রেজিং…
তুমি ঘন হও, গাঢ় হও
কালো হও তবু
নামুক বৃষ্টির ফোটা
গোটা গোটা যৌবন সুধায়
ভিজুক এ চোখ।
আহা মেঘ! কতোদিন পর তুমি এলে
আমাদের বিস্তৃত তৃষ্ণার ভুঁই
চৌচির ফেটে
নদীর পকেটে নেই মাছের বিস্তার
পদ্মার তিস্তার পেটে
বালির সংসার; চলছে ড্রেজিং…
তুমি ঘন হও, গাঢ় হও
কালো হও তবু
নামুক বৃষ্টির ফোটা
গোটা গোটা যৌবন সুধায়
ভিজুক এ চোখ।