মৃত্যু ঘনিয়ে আসে সন্ধ্যার পাড়াগাঁর মতো
ছোট পরিসরে,
মৃত্যু ঘনিয়ে আসে চোখের নিমেষে।
এমন অনেক নীড় থাকে
কোনোদিন ফেরেনা পাখিরা
এলোমেলো বাতাসের মোহে
খুলে পড়ে কুটোর সেলাই
মৃত্যু এমন এক বাতাসের ঢেউ
হৃদয় আলগা কোরে খুলে ফেলে সমস্ত ফোঁড়
পরিত্যক্ত হয় সখের কাঁথারা…।