মন্ত্রমুগ্ধ আমি পাঠ করি তোমার কবিতা
ওগো কবি, তোমার কপাল চুয়ে নেমে আসে কবিতার ঘাম
তোমার পেশিতে খেলে যাদু
মাঠে মাঠে কবিতার বীজ দাও বুনে
সবুজের অঙ্কুরে আগামীর স্বপ্ন দেখাও
তোমার দু’হাত ভরে সোনার কবিতা হাসে
তুমি তাতে গোলা ভরো; আহা!
আমরা কবিতা পড়ি, মুখে মুখে আওড়াই
তুমি করো চাষ!
তোমার কবিতা শুনে, দেখে, খেয়ে, মেখে বারমাস
আমরা গুজোবে মাতি- কবিতা হলোনা আর
বৃথা গেলো জীবন গোটাই!