সবার আগে জাগলো কে?
জাগলো খোকা, খুকু যে!
তারপরে ভাই জাগলো কে?
ভোরের আলোয় রাঙলো যে,
মৌমাছি আর টুনটুনি
রোজ ভোরে যার গান শুনি,
রোজ ভোরে যার পাই দেখা
জাগলো রে সেই পিঁপড়েটা।।
সবার আগে জাগলো কে?
জাগলো খোকা, খুকু যে!
তারপরে ভাই জাগলো কে?
ভোরের আলোয় রাঙলো যে,
মৌমাছি আর টুনটুনি
রোজ ভোরে যার গান শুনি,
রোজ ভোরে যার পাই দেখা
জাগলো রে সেই পিঁপড়েটা।।