খোকন যাবে কার বাড়ি?
খোকন যাবে তার বাড়ি
নাই জামা যার; নাই গাড়ি।
খোকন যাবে কার না’য়ে
খোকন যাবে তার না’য়ে
নাইরে মাঝি যার না’য়ে।।
খোকন যাবে কার বাড়ি?
খোকন যাবে তার বাড়ি
নাই জামা যার; নাই গাড়ি।
খোকন যাবে কার না’য়ে
খোকন যাবে তার না’য়ে
নাইরে মাঝি যার না’য়ে।।