টোনা, টুনি, ময়না,
কেউ তো বসে রয় না
টুনটুনি যায় বেড়াতে
বুলবুলি যায় পাড়াতে,
বুলবুলি বন ছাড়িয়ে
ময়নাকে যায় নাড়িয়ে,
ময়না পাখায় ভর দিয়ে
যায় সেখানে বন-টিয়ে।।
টোনা, টুনি, ময়না,
কেউ তো বসে রয় না
টুনটুনি যায় বেড়াতে
বুলবুলি যায় পাড়াতে,
বুলবুলি বন ছাড়িয়ে
ময়নাকে যায় নাড়িয়ে,
ময়না পাখায় ভর দিয়ে
যায় সেখানে বন-টিয়ে।।