বড় হ’লে যাবো আমি
‘হলদি কোটা’র দেশে,
তা’রা- সাঁঝ সকালে ডাকে,
তা’রা- ফুল কুড়িয়ে রাখে,
তা’রা- মেহেদী পাতায় হাত রাঙিয়ে
বেড়ায় খেলে হেসে।।
বড় হ’লে যাবো আমি
‘হলদি কোটা’র দেশে,
তা’রা- সাঁঝ সকালে ডাকে,
তা’রা- ফুল কুড়িয়ে রাখে,
তা’রা- মেহেদী পাতায় হাত রাঙিয়ে
বেড়ায় খেলে হেসে।।