বললে তুমি সহজ ভাষায় ছাড়বে সবই বুঝিয়ে
মন কিছুটা আশ পেলো
সস্তির নিঃশ্বাস পেলো
মনঃযোগী ছাত্র হলাম ঘাড়-মাথা-মুখ গুঁজিয়ে।
কিন্তু তোমার ব্যাখ্যা শেষে- জাগলো মনে খটকা,
পাড়লো মোরগ আন্ডা!
সূর্যটা খুব ঠান্ডা!
বাপ মরেছে সেই খুশিতে পোলায় ফোটায় পটকা!
বললে তুমি, ঠিক আছে;
ভীষণ স্বাভাবিক আছে
আমজনতার মনটা!
আচ্ছা তুমি কোনটা?
সত্যিকারের পাগল নাকি ভান ধরেছো বলবে?
বুদ্ধিজীবী শব্দটা কি গালির মতোই চলবে?
খুব সুন্দর।
LikeLiked by 2 people
ধন্যবাদ
LikeLike