কাব্য করার টাইম কোথায়
কাব্য করার চর্চা
দিনে রাতে বাড়ছে কেবল
বাজার সদায় খরচা।
বেতন ভাতা মিলছে যাদের
এক্সট্রা কামায় উপরি,
ডাটের আলাপ তাদের সাজে
শুন্য তাদের খুপড়ি
ভরছে নানান উপহারের(!)
নিত্য নতুন পন্যে,
কিন্তু যারা গতর খাটায়
পেট চালানোর জন্যে?
প্রসাশনের ক্ষ্যামতা এখন
বর্ণনাতে আসন দায়,
আমজনতা এখন কেবল
হাতখরচের বাড়তি আয়?
তা নয় ভায়া পরের টাকায়
পোদ্দারি আজ মূল ইনকাম,
সরকারে দেয় হাত খরচের
অল্প কিছু! ডান আর বাম
চিনছি না আজ সবাই শালা
দেদারছে বাঁশ বিলোচ্ছে,
কাব্য করার ভূত যেনো তাও
সকাল বিকাল কিলোচ্ছে!