:আচ্ছা মামা রোজার মাসে না খেয়ে কি লাভটা হয়?
এক মাসে তো গরিব দুখির ক্ষুধার জ্বালা বোঝার নয়।
:ঠিক বলেছো ভাগ্নে তুমি কিন্তু রোজার অর্থ কি
খাওয়ার সাথে কম্প্রোমাইজ? আসল কথা বুঝিইনি।
:আসল কথা? বুঝিয়ে বলো নতুন কোরে অর্থটা
জেনে বুঝে পালন করি রোজার আসল শর্তটা।
:রোজা রাখার শর্ত হলো বাড়তে হবে খোদার ভয়
কেবল শুধু না খেলে কি এ শর্তটা পূরণ হয়?
খারাপ কাজে হাত দেবো না
খারাপ কথা বলাও বাদ
খারাপ চোখে তাকাই যদি
কিংবা করি বাদ-বিবাদ
হয়না রোজা;
রোজা কি আর এতই সোজা?
কারোর মনে কষ্ট দিলে
কিংবা ঠকাই ব্যবসাতে
না খাওয়াটাই সার হবে-
এমন রোজার বলতে পারো কেনই বা দরকার হবে?
:তার মানে তো খোদাভীতি অর্জনই
খারাপটাকে বর্জনই
রোজা রাখার মূলকথা-
:ঠিক বলেছো ভাগ্নে এবার, একদম নির্ভুল কথা।
এখানে আপনার মন্তব্য রেখে যান