অল্প আমার অল্প হয়েই থেকো
অল্পটা খুব টেস্টি হয়,
ভরি ভরির চাইতে সে ঠিক
বেস্টই হয়।
সাত বেলা যার কোরমা পোলাও চলে
তার কাছে ঝল-পান্তাটা টলটলে
সাত তলাতে বাস করে যেই লোকে
মাঝ রাতে ঘুম যায় ছুটে তার কুড়ে ঘরের শোকে।
অল্প তুমি বেশির খাতায়? না না…
পা রেখো না; মানা।