গল্পটাতে হঠাৎ হঠাৎ মোড় ছিলো
একটু বাদেই রাস্তা বাঁকা
পূর্ণ এবং হঠাৎ ফাঁকা
গল্পে গরু মেঘের উপর চড়ছিলো।
গল্পটাতে রস ছিলো না
তেতো
তবুও শ্রোতা আরাম করেই খেতো,
কিন্তু কড়া ঝাল ছিলো
সেই কারণেই কানদুটো খুব লাল ছিলো।
গল্পটাতে প্রেম ছিলো না
তাই বলে খুব লেম ছিলো না
প্রেম ছাড়াকি গল্প থাকার জো নেই
গল্পটা সে বলতো আপন মনেই।
গল্পটা সে বলতো না একটুও
প্রকাশ পেতো চলন বলন ঠাটে,
গল্পটা তার শেষ হয়েছে
চারপায়া এক আতরমাখা খাটে।