তুমি বলো পাখি থাকবে স্বাধীন
শুধু কথা মতো নাচবে তা ধিন,
তুমি বলো তার মুক্ত ডানায়
সোনার শিকল আহা চরম মানায়।
তুমি বলো তার কণ্ঠ মধুর
তবে তাল লয় ভুল ভুল ভুল,
এই মাপকাঠি মানলে তবেই
সব ঠিক আছে সব নির্ভুল।
তুমি বলো পাখি থাকবে স্বাধীন
শুধু এই দাগ পেরোতে মানা,
সোনার খাঁচাটা ভেঙে বেরোতে মানা।