ভালোবাসা মরে গেলে
কিছুতেই হবেনা কিছুই
ভালোবাসা ছাড়া কোনো
মানবতাবাদ টিকবেনা।
ভালোবাসা ছাড়া কোনো
অবতার আনেনি কিতাব
ভালোবাসা ছাড়া কোনো
ধর্মের ভিত টিকবেনা।
ভালোবাসা মরে গেলে
কিছুতেই হবেনা কিছুই
ভালোবাসা ছাড়া কোনো
মানবতাবাদ টিকবেনা।
ভালোবাসা ছাড়া কোনো
অবতার আনেনি কিতাব
ভালোবাসা ছাড়া কোনো
ধর্মের ভিত টিকবেনা।