যা দেখাও তাই দেখি
চোখ আছে তাই
যা শোনাও তাই শুনি
কানের বালাই
নিজ থেকে বিচারিবো
এতো জোর কই?
মগজ ঘাড়েতে ছিলো!
মাথা ভরা (মিডিয়ার) খই।
নিজেরে চিনিনে শুধু
ছোট ছোট লাগে,
মিলেও মেলেনা তাই
অভাগার ভাগে।
আমরা করেছি ছোট
নিজ সন্তান,
ভেবে-
‘লাটের ব্যাটার ধড়ে
দু’টো কোরে জান!’