আহত চোখ তার দেখেনা নীলাকাশ
যতই বড় হোক বুকের পাটাতন
আহত হাত তার ছোঁয় না শাদাকাশ
যতই অনাবিল হোক সে কাশবন।
আহত ঠোঁট তার বলেনা কথা আর
বুকের অন্দরে দ্বন্দ্ব সংঘাত,
আহত আঙ্গুলে ব্যথার সংসার
ফুলের পাপড়িও ছোঁয় না ভীরু হাত।
আসলে আহত সে মনের হীনতায়
তাইতো কেঁদে মরে অশেষ দীনতায়।