একটা বুনো পাখির পাখায়
জড়িয়ে যাওয়া স্বপ্নগুলো
হাওয়ায় হাওয়ায় ছন্দ আনে;
সেও কি তোমার আমার মতো
জীবনবোধের নামতা জানে?
স্বপ্নগুলো অন্যরকম কেমন যেনো
বাস্তবতার ধার ধারে না,
বুনো পাখির লেজ ধরে সে
গাছে গাছে বেড়ায় ঘুরে
সংসারে না
একটুও তার মন বসে না।
আচ্ছা সে কি যোগ বিয়োগের বালাই জানে?
জেনেই কি লাভ, তার চেয়ে তার
উড়াল দিনের গল্পগুলোই টসটসে না?