ছড়ার আসর ০৯ / ফররুখ আহমদ

ভয়ে পালায় বোকা,
ভয় পায় না খোকা!
খোকন সোনার সাহস ছিল,
বুদ্ধি ছিল চোখা;
ভয় না পেয়ে ভেঙে দিল
হুতোম পেঁচার ধোঁকা।।

এখানে আপনার মন্তব্য রেখে যান