সফলতা মার্কেটিঙে
রুমে কিংবা পার্ক-ডেটিঙে
আজকে যারা বাজাচ্ছে গাল
পন্য তাদের টপ-রেটিঙে।
মার্কেটিঙের সফলতায়
ব্যবসা লালে লাল কারোটা,
কারো আবার বিফলতায়
দিনেও দেখে রাত বারোটা।
তাই বলি ভাই প্রয়োজনে
ন্যাংটা হয়েও দৃষ্টি কাড়ুন,
লুঙ্গি বেধে লাঠির আগায়
মার্কোটিঙের ঝান্ডা নাড়ুন।