কি জাদুমন্ত্রে করেছিলে মন চুরি,
অতঃপর তুমি দিয়েছিলে কাছে ডাক;
নিঃশ্বাসে ছিলো কামনার কস্তুরি
কাছে যেতে যেতে হয়ে যাই নির্বাক
সম্ভোগসুখ কেড়ে নেয় শেষে হুঁশ,
বৃষ্টির মতো ঝরছিল তবু কিস;
মনে হয়েছিল নিজেকে অরফিয়ুস
আর তোমাকে যে সোনালি ইউরিডিস
তারপর, হায়, কিছু আর মনে নেই
খুঁজে পেলো লোকে নিথর একটি লাশ
জগত জানলো দুঃসংবাদ এই:
বিষ ছিলো ঠোঁটে এবং সর্বনাশ
হেমলকই ছিলো তোমার তাবৎ কিস-
কে বা জানতো হে, ছিলে তুমি ম্যানটিস!
১৪.৩.২০১৫ সিরাজগঞ্জ